বিশেষ প্রতিবেদনঃ২৯সেপ্টেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ চট্টগ্রাম শাখা।
এই উপলক্ষে গতকাল ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে নগরীর জিইসি মোড়ে কেক কাটা , আনন্দ র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ,শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।মহানগর ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক ওসমান গনি আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সুকান্ত ভট্টাচার্য।
সভায় বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল কবির সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মোরশেদ, নগর ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, কফিল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবু সাঈদ সুমন, যুবনেতা আদনান মাহফুজ সজীব, সাইফুদ্দিন সাইফ, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন, বেলাল হোসেন পাভেল, হাবিব মিয়া, মনিরাজ, নগর ছাত্রলীগের সহ সভাপতি ফরুখ আহমেদ পাভেল, একরামুল হক রাসেল, যুবনেতা সাঈদ রহিম, নগর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর টিটু, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক তুষার ধর, নগর ছাত্রলীগের সদস্য কামরুল হুদা পাভেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইফতেখার রশিদ আরিফ, বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি রাহাত ইমরান, চান্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম বাবু, আকবর শাহ থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাজী রিয়াজ কামাল, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবুর রহমান সজীব, পাহাড়তলী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দাশ, মহসিন কলেজ ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ফরহাদ হক, তানজীব আহসান জিবু, এম.ই.এস কলেজ ছাত্রলীগ সামির সাকী, সৈয়দ তুহিন, সুফিয়ান সিদ্দিকী নিলয়, কাজী তারেকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান বক্তার বক্তব্যে নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর. আজিম বলেন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে সোনার বাংলাদেশ গড়ার জন্য নিজ নিজ অবস্থানে থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহবান জানান।
পরে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়৷
Discussion about this post