বিনোদন ডেস্কঃ২৫সেপ্টেম্বর
সারা বাংলাদেশের এসএসসি-১৯৯৩ সালের ব্যাচ ভিত্তিক গ্রুপ প্রাণের ব্যাচ-৯৩ এর উদ্যোগে গতকাল ২৪ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি সড়কের খুলশি থানাধীন সামারা কনভেনশন সেন্টারে ”বন্ধুআড্ডা” নামে মিলনমেলা উদযাপন করা হয়েছে।
উক্ত বন্ধু আড্ডায় চট্টগ্রাম জেলা সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসএসসি ৯৩ ব্যাচের বিভিন্নশ্রেণি পেশার সহসহ্রাধিক বন্ধু উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন
এম মিরাজ হোসেন এবং গ্রুপের আহবায়ক টিটু বড়–য়া। এর পাশাপাশি গ্রুপের অন্যান্য এডমিন ও মডেরেটরবৃন্দ গ্রুপের সাফল্য কামনা করে বক্তব্যরাখেন।
উক্ত অনুষ্ঠানে প্রাতরাশ, মধ্যাহ্ন ভোজের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাফেল ড্র এর মাধ্যমে বিকাল ৫ টায় অনুষ্ঠান শেষ করা হয়।
Discussion about this post