নিজস্ব প্রতিবেদকঃ১২সেপ্টেম্বর
নগরীর কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকায় বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়েছে। ১২সেপ্টেম্বর ,রোববার – দুপুর সোয়া ১২টার দিকে কোতোয়ালি থানার বিপরীতে প্রধান সড়কের পাশে সীমানা প্রাচীরের বড় একটি অংশ ধসে পড়ে। এতে ৬ জন পথচারী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অতি নিকটস্থ কোতোয়ালি থানার ডিউটি অফিসার (এস.আই) মোঃ লিয়াকত হোসেন এ বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন,খবর পেয়ে রপুলিশটিম পাঠানো হয়েছে, তবে মারাত্মক কোন দূর্ঘটনা ঘটে নি।
বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে পড়ার খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে রয়েছে। দেয়াল ধসে ৬ জন আহত হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের যে অংশে সীমানা প্রাচীর ধসের ঘটনা ঘটেছে তার নিচেই বেশ কয়েকজন হকার বেচাকেনা করতেন বলে জানা যায়। এছাড়া এই পথে ফুটপাথ ধরে অনেক মানুষের যাতায়াত করে প্রতিনিয়ত।