ডেস্ক নিউজঃ১১সেপ্টেম্বর
বাংলাদেশের ওপরমৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থান করছে। ফলে মধ্য-বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হতে পারে। সেজন্য বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরেরএ কে এম রুহুল কুদ্দুছ( আবহাওয়াবিদ) এসব তথ্য জানান। তিনি বলেন, আজ-আগামীকাল হয়তো বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থয়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের দুই-এক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
এদকে পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে যে,গতকাল শুক্রবারও রাত্রে ওসন্ধ্যায় থেমে থেমে ঝড়ো-মাঝারি বৃষ্টিপাত হয়। সেই সাথে ধমকা হাওয়া বইতে থাকে,বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে ওপূণিমার জোয়ার বেড়ে সাগর কিছুটা উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩/৪ফুট পানি বেশী নিচু এলাকায় উঠতে পারে।
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।