চবি উপাচার্য শিরীণ আখতারকে সংবর্ধনা দিল লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটি

নিজস্ব প্রতিবেদকঃ১০সেপ্টেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার ও লায়ন্স গভর্নর টিম’স-২০২১ কে সংবর্ধনা দিয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি। গতকাল   ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার , রাত ৮টায় নগরীর আগ্রাবাদে দ্য কপার রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবটি।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির সভাপতি লায়ন মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর লায়ন্স জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামসশুদ্দীন আহমেদ সিদ্দিকী, দ্বিতীয় ভাইস জেলা গর্ভনর লায়ন কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু ও কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন লায়ন্স জেলা গর্ভনর ও দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন চৌধুরী শামীম মোস্তফা।

উপস্থিত ছিলেন প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন মোস্তাক আহমেদ, লায়ন মনজুর আলম মনজু, লায়ন নাসির উদ্দিন, কামরুন মালেক ও বদিউজ-জামান খান ননী প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ