নিজস্ব প্রতিবেদকঃ০৭সেপ্টেম্বর
নগরীর আগ্রাবাদ সিডিএ ২নম্বর রোড এলাকায় ১৩তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যম কে জানান ।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রামের আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সিডিএ ২নং নম্বর এলাকার ১৩তলা ভবনের নিচতলায় রাখা গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, ভবনটির নিচতলায় কয়েকটি গাড়ি পার্কিং করা ছিল। আগুনে একটি গাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে।প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কেউ। তবে কিভাবে গাড়িতে আগুন লেগেছে তা তদন্ত করা দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শীরা অগ্নিকান্ডের বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন। দিনের প্রহরে কোন অঘটন ছাড়া পার্কিং করা গাড়িতে আগুন লাগা ভাবা যাই না।