চট্টগ্রামে করোনায় আরও ৪ মৃত্যু: নতুন আক্রান্ত ১৯৮জন

স্টাফ রিপোটারঃ০৭সেপ্টেম্বর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৫৫ জনে। আর একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৯৮ জন। এরমধ্য দিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১৯ জনে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ১০২ জন ও উপজেলার ৯৬ জন।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪ জন ও ল্যাব এইডে ১ জনের করোনা শনাক্ত হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ