শিক্ষা সংবাদঃ০২সেপ্টেম্বর
আগামী ৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উদ্যোগে “কোভিড পরিস্থিতিঃ শিক্ষার চ্যালেন্জ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা শিক্ষা বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও চট্টগ্রাম ৯ আসনের সাংসদ মহিবুল হাসান চৌধুরী এমপি।
প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উক্ত সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা অংশ নিবেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী সভায় সভাপতিত্ব করবেন।