প্রেস বিজ্ঞপ্তিঃ২৯আগস্ট
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির ১ম মতবিনিময় সভা চট্টগ্রাম নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্টিত মত বিনিময় সভায় বক্তারা বলেন। বক্তারা বলেন শিক্ষকদের শতভাগ বোনাস ও বাড়ি ভাড়া,চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ মাদ্রাসাকে সরকারীকরনের জোর দাবী জানান।
চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ জামাল উদ্দীন এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আযাদ,আহ্বায়ক কমিটির সদস্য, মোঃ মামুন ইলাহী, জাহাঙ্গীর আলম দুলু,মোঃ শাহ আলম,মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, মো,মোঃ ওমর ফারুক, তাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলী, আহম্মদ উল্লাহ, মোঃশফিউল আলম নুরী আব্দুল হাই প্রমুখ।
সভায় শিক্ষক নেতারা বলেন মাদ্রাসা পর্যায়ে জেনারেল শিক্ষকদের দাবী আদায়ে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন যথেষ্ট ভুমিকা রাখবে।
নেতৃবৃন্দরা মোহাম্মদ আলীকে চট্টগ্রাম জেলা কমিটি আহ্বায়ক ও জামাল উদ্দীন কে সদস্য সচিব করে ১৫সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ ও মহাসচিব মোঃ শান্ত ইসলাম কে অভিনন্দন জানান।