সিইপিজেড-কেইপিজেড শ্রমিকদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে

হোসেন বাবলাঃ২৮আগস্ট

নগরীর উত্তর পতেঙ্গাস্থ কর্ণফুলী ইপিজেড(বেপজা) কনফারেন্স হলে সিইপিজেড-কেইপিজেড শ্রমিকদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের   উদ্বোধনী সভা ২৮আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়।

মহতী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম  জেলা সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি।এসময় বেপজার জি.এম মীর মশিউদ্দীন মেজবাহ , চসিক  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আক্তার চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন ।প্রথম দিনেকে কেইপিজেডস্থ ক্যানপার্কের নিবন্ধনকৃত শ্রমিকদের কোভিড টিকা প্রদান করা হয়।

কর্মসূচিতে  বন্দর ইপিআই জোনের জোনাল মেডিক্যাল অফিসার ডাঃহাসান মুরাদ চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি ডাঃ সরোয়ার আলম (এসএমও)সহ  টিকা বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষে অতিথিরা বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল কেন্দ্র পরির্দশন করেন এবং টিকা নিতে আসা জনসাধারণ কে ধহ্য সহকারে লাইনে-নিবন্ধন ও এসএমএস পাওয়া সাপেক্ষে টিকা নিতে অনুরোধ জানান।

পর্যায়ক্রমে সকল শ্রমিক বয়স অনুযায়ী টিকা গ্রহণ করতে পারবেন বলে জেলা সিভিল সার্জন  জানিয়েছেন।

 

 

 

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ