চট্টগ্রামে করোনায় আজও ১০জনের মৃত্যু: আক্রান্ত ৩১৮জন

ডেস্ক নিউজঃ২৪আগস্ট

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। আর একই সময়ে নতুন করে শনাক্ত ৩১৮ জন।

মঙ্গলবার (২৪ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের এগারটি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১৮ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ২০২ জন। বাকি ১১৬ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,   এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৭ হাজার ৬৭০ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৫ জন নগরের বাসিন্দা, বাকি ৫ জন বিভিন্ন উপজেলার।

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৯৩ জনের মৃত্যু হয়েছে।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ