বাশঁখালী প্রতিনিধিঃ২২আগস্ট
বাঁশখালীতে ২০ বেডের সেন্ট্রাল অক্সিজেনসহ আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে , অক্সিজেন লাইন সরবরাহের সুবিধা সম্পন্ন করোনা রোগীদের জন্য বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড । এর মাধ্যেমে সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি আইসোলেশন ওয়ার্ডে পাইপের মাধ্যমে জরুরি বিভাগসহ পুরো হাসপাতালে সরবরাহ করা হবে অক্সিজেন। আর শ্বাসকষ্ট ও করোনা আক্রান্ত রোগীসহ যেকোনও জটিল রোগীকে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করা যাবে।
গতকাল শনিবার (২১ আগস্ট) বিকালে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ২য় তলায় এই প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। যার পুরো অর্থায়নের ব্যবস্থা করেন এমপি নিজেই।
সংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিরা জানেন অক্সিজেনের প্রয়োজনীয়তা কি। বাঁশখালীর মানুষের সুস্থ স্বাস্থ্য চিন্তা করে বাঁশখালীতে বেসরকারিভাবে গত বছর আইসোলেশন সেন্টার করা হয়েছিল। হাসপাতালে তৈরি করা ২০ শয্যা সেন্ট্রাল অক্সিজেন ও আইসোলেন ওয়ার্ডের মাধ্যমে এখন থেকে এই উপজেলার মানুষ নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সেবা পাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জান চৌধুরী,
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফীউল কবীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামলী দাশ, চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান তাজুল ইসলাম, চেয়ারম্যান এড. আ.ন.ম শাহাদত আলম, চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডা. শাহিদ চৌধুরী।