বন্দর ইপিআই জোনের কভিড-১৯ “করোনাভাইরাস” টিকা কেন্দ্র পরিদর্শনে কাউন্সিলর সমুন

 হোসেন বাবলাঃ০১ আগষ্ট,চট্টগ্রা

 বন্দর ইপিআই জোনের আওতায়  কভিড-১৯” করোনাভাইরাস” টিকা কেন্দ্র পরিদর্শনে ৩৯ নম্বর ওয়ার্ড  কাউন্সিলর হাজি জিয়াউল হক সমুন ।  তিনি গত২৯জুলাই দুপুরে বন্দর ইপিআই জোনের আওতায় ২৬,৩৬,৩৭,৩৮,৩৯,৪০ ও ৪১নং ওয়ার্ড এলাকার কভিড-১৯ টিকা নিবন্ধন করে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে বিনামূল্যে সরকার প্রদত্ত টিকা গ্রহণ করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

এসময় টিকা কেন্দ্রে টেকনেশিয়ান মোঃ নাজিম উদ্দিন,ভ্যাকসিনেটর মোঃ জাবেদ হোসেন সহ কাউন্সিলর পরিষদ সদস্য মোঃ সেলিম রেজা, হাজী এম.এ রউফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জোনের মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরী সকল টিকা গ্রহণকারীদের স্বাস্থ্য বিধিমেনে এবং মাস্ক পরিদান করে ও নিবন্ধনপত্র, ভোটার আইডি কার্ড -মোবাইল মেসেজ সাথে নিয়ে শাররিক দূরত্ব বজায় রেখে করোনা প্রতিরোধ টিকা গ্রহণ করতে বলেছেন।

টিকা টেকনেশিয়ান নাজিম জানান, প্রতিদিন গড়ে ১৫শ -১৬শত লোক কে এই টিকা প্রদান করা হচ্ছে।

এছাড়া বিশেষ অনুরোধে মহানগরীর অন্যান্য ওয়ার্ডের লোকদের ও মর্ডানার টিকা প্রয়োগ করছেন বলে তিনি জানিয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ