বিনোদন ডেস্কঃ২৬জুলাই
১৯৮৫সালে নতুন কুঁড়িতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে চ্যাম্পিয়ন হওয়া ও জাতীয় শিশু পুরস্কার জিতা সেই ছোট্ট তারিনের আজ শুভ জন্ম দিবস।
আজ এ অভিনেত্রীর জন্মদিন। এ নিয়ে তেমন কোনোই আগ্রহ নেই তার।
দিনটি মায়ের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে নাটকের পাশাপাশি ছবির অভিনয়েও সময় দিচ্ছেন তারিন।
হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি।