চট্টগ্রামে করোনায় রেকর্ড আক্রান্ত১০০৩: আজ ১০জনের মৃত্যু হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ১৪জুলাই

চট্টগ্রামে প্রতিদিন রেকর্ড ভেঙে রেকর্ড শনাক্ত হচ্ছে। আজও অতীতের সব রেকর্ড ভেঙে আবারও বেড়েছে শনাক্ত। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। একদিনের ব্যবধানে মৃত্যু না বাড়লেও বেড়েছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০০৩ জন। যা এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ রেকর্ড শনাক্ত। শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন।

১৪ জুলাই, মঙ্গলবার সকালে  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রামের ১১টি ল্যাবে ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১০০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে   নগরের ৬৫২ জন ও  উপজেলার ৩৫১ জন রয়েছেন। এ পর্যন্ত মোট শনাক্ত ৬৭ হাজার ৭৮৭ জন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে  ৮১ জন, বাংলাদেশ   বিআইটিআইডি  ল্যাবে   ১৯১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে  ১৩৭ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে   ৩৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ল্যাবে  ২৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে   ৬১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে  ৬৮ জন, শেভরন ল্যাবে   ৭৮ জন, মেডিকেল সেন্টার ল্যাবে  ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। এছাড়া চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ৭১৩ জনের নমুনা পরীক্ষায় ২৩৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এর আগে, মঙ্গলবার (১৩ জুলাই) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৯৫৫ জন। মারা গিয়েছিলেন ১০ জন। সোমবার  (১২ জুলাই)  চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮২১ জন। সোমবার  করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল  ৯ জন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ