পতেঙ্গায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭ : পূর্ব শত্রুতার জের

ভ্রাম্যমান সংবাদ দাতাঃ১০জুলাই

নগরীর দক্ষিণ  পতেঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ইলিয়াস হোসেন ও বদি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পতেঙ্গা মডেল থানা সূত্রে জানা গেছে।

 গতকাল শনিবার (১০ জুলাই) দুপুরে পতেঙ্গা থানার নেভাল চাইনিজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলমগীর (৩০), সাইফুল (২৮), মো. হোসেন (৪৫), মো. সাইফুল (৩০), রোস্তম আলী (৪৫), নুরুল হুদা (৪৫) ও জসিম উদ্দিন (৩০)। এদের মধ্যে আলমগীর, হোসেন ও দুই সাইফুল ইলিয়াস গ্রুপের ও রোস্তম আলী, নুরুল হুদা এবং জসিম উদ্দিন বদি গ্রুপের সদস্য। যাহা স্থানীয় প্রতিবেশীরা নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদক কে জানান।

বিষয়টি নিশ্চিত করেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।   তিনি আরো  বলেন, দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ জনকে বিকেল সোয়া ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত হলেও নুরুল হুদা এবং সাইফুল ইসলামের অবস্থা গুরুতর।

তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে পুরো এলাকা থম থমে অবস্থা বিরাজ করছে…!

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ