দক্ষিণ জেলা প্রতিনিধিঃ০৩জুন
উপজেলা কর্ণফুলী থানাধীন শিকলবাহা ওয়াই জংসন ট্রাফিক পুলিশ বক্সের নিকট থেকে ২ টি দেশীয় তৈরী এলজি ও ০১ টি সিএনজি সহ মোঃ সিরাজ উদ্দৌল্লাহ (৩৯) কে আটক করে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
২রা জুন রাত্র সাড়ে ১০টার সময় ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে আব্দুল রাজ্জাক মার্কেট সংলগ্ন এলাকায় অভিযানে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হকের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমার তত্ত্বাবধানে
পুলিশ পরিদর্শক ( গাজী মোহাম্মদ ফৌজুল আজিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২ টি দেশীয় তৈরী এলজি ও ০১ টি সিএনজি সহ একজন কে ধৃত করেন টিম ডিভি পুলিশ।
তাকে আজ (০৩রা জুন) সকালে অস্ত্র আইনে কর্ণফুলী থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।