তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে মহান বিজয় দিবসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা আ’লীগের উদ্যোগে কালীগঞ্জ বাসষ্ট্যান্ড সংলগ্ন আ’লীগ কার্যালয়ে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, সদস্য তাছলিমা রহমান লাভলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুর্শিদ কুলি খান, শরিফুল ইসলাম সরকার তোরণ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, দপ্তার সম্পাদক হযরত আলী মাস্টার, প্রচার সম্পাদক মবিন খান উজ্জ্বল, পৌর আ’লীগ সভাপতি এস এম রবিন হোসেন, সম্পাদক কামরু ইসলাম,
কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধ প্রজন্মলীগের প্রিসিডিয়াম সদস্য ইব্রাহিম খন্দকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, মহিলা আ’লীগ সভাপতি জুয়েনা আহমেদ প্রমূখ