চট্টগ্রাম নগরীর ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে কাজির গলিস্থ সুলতান আহম্মদ জামে মসজিদে স্বাস্থ্যবিধি অনুযায়ী করোনাভাইরা থেকে রক্ষার্থে জীবানুনাশক ও রোগ প্রতিরোধক গেইট উদ্বোধনে কা্উন্সিলর হাজি জিয়াউল হক সুমন।
কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সদস্য মোঃ ওয়াসিম আক্রামের সৌজন্যে ১৪জুন রোববার বাদে আসর মসজিদের প্রধান ফটকে বিদ্যু ও মোটর সংযোগে পানি দ্বারা বিশেষ ব্যবস্থায় জীবানুনাশক ও রোগ প্রতিরোধক গেইটটি স্থাপন হয়।
উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন সাবেক কমিশনার হাজী মোঃ আসলাম,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী ফরিদুল আলম,সাঃসম্পাদক মোঃআলমগীর,সাবেক সভাপতি ওসমান আলী, সাবেক সাঃসম্পাদক হাজি আব্দুল গফ্ফার,সমাজসেবী মোঃআব্দুর রউফ,হাজী আক্কাস সওদাগর, মোঃইউসুপ, মোঃ সেলিম রেজা,ডাঃ মোঃ জামাল উদ্দিন,মোঃ
ওয়াসিম আক্রাম,সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা, শিক্ষক মোঃরাসেদ পারভেজ(রাসেল),মোয়াজ্জিন মোঃনাছির উদ্দিন ,মোঃ ইফতেকার জিসান সহ পঞ্চায়েত মুসল্লিগন এসময় স্বক্রিয় উপস্থিত ছিলেন। ফিতা কেটে ওবিশেষ মুনাজাত করে বিশেষ গেইটের উদ্বোধন করেনকা্উন্সিলর হাজি জিয়াউল হক সুমন।
মুনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ জামাল উদ্দিন আল-কাদেরী।বিশেষ মুনাজাতে বৈশ্বিক মহামারি থেকে দেশবাসী কে রক্ষাতে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।