বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমারখালী উপজেলা বাগুলাট ইউনিয়নের মতবিনিময় সভা 

রাকিব হোসেন, (কুমারখালী)কুষ্টিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়ন কমিটিতে মোঃ মনিরুজ্জামান বাদশাকে সভাপতি করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (০৫ মে) বাগুলাট ইউনিয়ন পরিষদের হলরুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বাগুলাট ইউনিয়ন শাখার আয়োজিত মতবিনিময় সভা শেষে ৩১ সদস্যের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বাগুলাট ইউনিয়ন কমিটি প্রকাশ করা হয়।
মতবিনিময় সভায় বাগুলাট ইউনিয়ন মতবিনিময় সভা প্রস্তুত কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমারখালী উপজেলা কমান্ড কাউন্সিল সভাপতি মোঃ হাসান আলী হাসু ও সহ-সভাপতি মোঃ মাসুম কবির ও সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমারখালী উপজেলা কমান্ড কাউন্সিল সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল মোক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমারখালী উপজেলা কমান্ড কাউন্সিল সমাজ সেবা সম্পাদক মোঃ আব্দুল মজিদ। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ