ম্যানেজিং কমিটির নির্বাচন প্যানেল বিজয়ী মেম্বর আব্দুস সাত্তার মোল্লা সমর্থন

রাকিব হোসেন কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের গড়াই মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে দুটি প্যানেল থেকে ৮ জন পুরুষ ও দুইজন মহিলা প্রতিদন্ধিতা করেন ।

একটি প্যানেলের সমর্থন দেন যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও অপর প্যানেলের সমর্থন দেন যদুবয়রা ইউপি ৪ নং ওয়ার্ডের মেম্বর আব্দুস সাত্তার মোল্লা।

ভোট গ্রহন শেষে মেম্বর আব্দুস সাত্তার মোল্লা এর সমর্থন প্যানেলের অভিভাবক পুরুষ পদে  আব্দুল হান্নান ৮৪ ভোট পেয়ে প্রথম , মানিয়ার মোল্লা ৮৩ ভোট পেয়ে দ্বিতীয় , লিটন হোসেন ৮১ ভোট পেয়ে তৃতীয় , আশাদুল ইসলাম ৮০ ভোট পেয়ে চতুর্থ হন  অভিভাবক মহিলা পদে ছকিনা খাতুন ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন।

অপর দিকে পুরুষ পদে সাইফুল ইসলাম ৫৯ ভোট, শওকত আলী ৫৮ ভোট, আশরাফুল আলম ৫৭ ভোট , আলী আকবর ৫৭ ভোট, মহিলা অভিভাবক পদে আসমা খাতুন ৬২ ভোট পেয়ে পরাজিত হন। উভয় পক্ষেই নির্বাচনে ভোট গ্রহনে সন্তোষ প্রকাশ করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ