বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কালিহাতী সাধারন পাঠাগার।
উপজেলা নির্বাহী অফিসার ও পাঠাগারের সভাপতি নাজমুল হুসেইনের সভাপতিত্বে এতে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাঠাগারের উপদেষ্টা আনছার আলী, সহ-সভাপতি অধ্যাপক বাদল মাহমুদ, টাঙ্গাইল সাহিত্য পত্রিকা’র সম্পাদক কবি আযাদ কামাল, কবি খাজা রফিক, কেয়া চৌধুরী জুঁই ও অধ্যাপক কাশিনাথ মজুমদার পিঙ্কু।
স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সম্পাদক অধ্যাপক জহুরুল হক বুলবুল। প্রথম পর্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন কালিহাতী আর. এস. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতিকুর রহমান ফরিদ।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুল সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন কালিহাতী শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি