টাঙ্গাইলে সুবিদা বঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার(৩১ ডিসেম্বর) সকালে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড সরকারি শিশু(বালিকা) পরিবার বিদ্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দুই শতাধিক সুবিদা বঞ্চিত শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের শুরুতেই শীতবস্ত্র পেয়ে খুশি সুবিদা বঞ্চিত শিশুরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল(৮) বাসাইল-সখিপুর আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
টাঙ্গাইল জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি জাফর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাজিদ খানের সঞ্চলনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামীলীগের সদস্য ও নারী-শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারী স্পেশাল পিপি মো. আব্দুর রহিম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ- পরিচালক মো. শাহ আলম, আওয়ামীলীগ নেতা সোহানুর রহমান সোহেল, যুবলীগ নেতা মনির সিকদার, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সা’দত কলেজ শাখার সভাপতি মমিতুল ইসলাম প্রমি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া এদেশে একটি শিশুও সুবিদা বঞ্চিত থাকবেনা। জাতীর জনকের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পথ শিশুদের মা। বক্তারা আরও বলেন, সুবিদা বঞ্চিত ও পথ শিশুদের মাঝে তার ছোট ভাই শেখ রাসেলকে দেখতে পায়। তাই সুবিদা বঞ্চিত ও পথ শিশুদের জন্য তিনি নানা উদ্যোগ হাতে নিয়েছে।
পরে পৌরসভার বিবেকান্দ স্কুল, বাজিতপুর ও শহরের প্রানকেন্দ্রে ঘুরে-ঘুরে পথশিশুদের মাঝে পাঁচশতাধিক শীতবস্ত্র বিতরণ করেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি