দেশে মানসিক চিকিৎসার বেহাল দশা : “আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’’

গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন নানাভাবে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার অভাবের কারণে দেশে এখনো অবহেলিত মানসিক স্বাস্থ্য চিকিৎসা সেবা।

দেশের মানসিক স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাঃ
সরকারি দুই প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী দেশের মানসিক স্বাস্থ্য চিকিৎসা দেওয়ার জন্য রয়েছে বিশেষজ্ঞ ও জনবল সঙ্কট। স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ জানায়, দেশে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য বিশেষজ্ঞসহ বর্তমানে প্রায় ৫০০ জন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী আছেন। তবে সর্বশেষ জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯–এর তথ্য অনুযায়ী, দেশে মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা মাত্র ২৭০ জন। অর্থাৎ প্রতি ৯৩ হাজার রোগীর জন্য মাত্র একজন বিশেষজ্ঞ রয়েছে দেশে।

শুধুমাত্র কোভিড-১৯ পরিস্থিতিতেই দেশে একাধিক গবেষণাতেও উঠে আসে দেশে মানসিক স্বাস্থ্য ব্যবস্থার উপরে মহামারির সময়ের নেতিবাচক প্রভাব। আর্ক ফাউন্ডেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কোভিড-১৯ মহামারিকালে করা গবেষণায় দেখা যায়, দেশে বিষণ্ণতার হার ৩২ দশমিক ২ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য নির্দেশিকাও তৈরি করেছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ