কর্ণফুলীতে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ

কর্ণফুলী প্রতিনিধিঃ৩০সেপ্টেম্বর

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অস্থায়ী কার্যালয়ে ৫টি ইউনিয়নের ৪৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।উপজেলা পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানার সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয়   সরকারের উপ-পরিচালক বদিউল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন এসিল্যান্ড শিরিন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি।

এছাড়া  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ ইউপি সদস্য, মহিলা সদস্য এবংগ্রাম পুলিশ সদস্যরা  ।   বাইসাইকেল পেয়ে বড়উঠান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মনির উদ্দিন   বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ