বে টার্মিনাল প্রকল্প এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস

নিজস্ব প্রতিবেদক:২৫সেপ্টেম্বর

চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।  গতকাল ২৪ সেপ্টেম্বর, শুক্রবার  সকালে তিনি প্রকল্প এলাকা পরিদর্শনে যান।

পরিদর্শনকালে ড. আহমদ কায়কাউস বলেন, বঙ্গবন্ধু  কন্যা প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে যাচ্ছে দেশ।  বে টার্মিনাল, রিং রোড বাস্তবায়নসহ বেশ কিছু উন্নয়নের ফলে পুরো এলাকার চিত্র পাল্টে গেছে। ট্যানেলসহ চট্টগ্রামের সব প্রকল্প শেষ হলে সাগর পাড়ে অন্য এক চট্টগ্রামকে দেখবে বিশ্ব। এসব প্রকল্প  প্রধানমন্ত্রীর স্বপ্ন। এত বড় স্বপ্ন বাংলাদেশে তার আগে কেউ দেখেনি।

প্রকল্প এলাকা পরিদর্শনের পর বে টার্মিনালের হাইড্রোগ্রাফিক তথ্য, জমি অধিগ্রহণ ও ডিটেইল ডিজাইন তুলে ধরেন বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম আরিফুর রহমান, উপ-ব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান ও নির্বাহী প্রকৌশলী রাফিউল আলম।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আবদুল হামিদ, যুগ্ম সচিব রফিকুল ইসলাম খান, উপসচিব মো. মনিরুজ্জামান মিয়া ও সালাউদ্দিন আহমেদ, বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (প্রকৌশল) কমডোর এম নিয়ামুল হাসান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. মোস্তাফিজুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোস্তফা আরিফ-উর রহমান খান প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ