হোমিওচিকিৎসকদের ডাক্তার লেখা ও মৌলিক অধিকার বাস্তবায়নের দাবিতে ঢাকায় মানববন্ধনও স্মারক লিপি প্রদান

ঢাকা থেকে ফিরে হোসেন বাবলাঃ২২সেপ্টেম্বর

হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখা অধিকার বহালসহ  ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন। বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে  মানববন্ধনে এ দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,‘হাইকোর্ট হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা বেআইনি ঘোষণা করেছে। এই মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আমাদের ডাকা হয়নি। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ঐ আদেশ দিয়েছেন, যা হোমিওপ্যাথিক আইনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্রাকটিশনার্স অর্ডিন্যান্স-১৯৮৩ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর সেকশন ২ অনুসারে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা বৈধ।’

তারা বলেন-ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফ্রিকায়সহ বিভিন্ন দেশে হোমিওপ্যাথিক চিকিৎসক গণ আইনগতভাবে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেন। কিন্তু হঠাৎ করে কিছু  কুচক্রি মহলের অতি উৎসাহ বোধের কারণে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্র আজ চরম হুমকির মুখে পড়তে যাচ্ছেন বলে আয়োজিত মানববন্ধন থেকে ”বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন।

হোমিওপ্যাথিক শিক্ষার্থী আব্দুর রহমান বলেন,আমরা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ৪ বছর ৬ মাস বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধিনে এবং ঢাবির অধিনে ৬ ব্ছর  হোমিওপ্যাথিক মেডিকেল  কলেজে লেখাপড়া করি। সরকারি সব ফি  পরিশোধ করে সরকারের রেজিস্ট্রেশন নিয়েও নামের আগে কেন ডাক্তার লিখতে পারবো না ? পেশাগত জীবনে আমারা যোগ্যতার প্রমাণ রাখতে চাই। তাদের দাবি, গ্রামগঞ্জের অসহায় দরিদ্র মানুষের অবলম্বন হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা।

এ দেশের ৪০ শতাংশ মানুষ প্রত্যক্ষ-পরোক্ষভাবে হোমিওপ্যাথিক সেবা গ্রহণ করে অনেক জটিল রোগ থেকে মুক্তি পাচ্ছে। তাই সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হোমিওপ্যাথিক ডাক্তার ও ছাত্র-ছাত্রীদের ১১ দফা দাবি নিশ্চিত করা হোক।

এছাড়া হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করাসহ স্বাস্থ্য খাতের ৪৫ শতাংশ বাজেট হোমিওপ্যাথিক এর জন্য বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।

২২ সেপ্টেম্বর ,বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত  মানববন্ধন ওপ্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন-ছাত্র অধিকার সংগঠনের সভাপতি  আরমান হোসাইন,পরামর্শক সম্পাদক ডাঃ মোহাম্মদ হেলাল উদ্দিন,সহ-সভাপতি আসাদ্দুজ্জামান মন্ডল (আসাদ),তাহমিনা আক্তার জয়া সহ কেন্দ্রিয় , জেলা ও থানা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্টের এক আদেশে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ