মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃগাজীপুরের শ্রীপুরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার হয়েছে।
৯ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের রেলষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
ত্রেফতারকৃতের নাম এমদাদুল হক ওরফে এমদাদ ডাকাত (৪০)। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার তললী গ্রামে মৃত আতিকুল্লাহর ছেলে।
শ্রীপুর থানার এস আই সৈয়দ আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের কাওরাইদ রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ময়মনসিংহের পাগলা থানায় ৬টি, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও শ্রীপুর থানায় হত্যা ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।