টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

টাঙ্গাইলে কালিহাতীতে ৩৩৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার ভোরে কালিহাতী উপজেলার লিংক রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জেলার মধুপুর উপজেলার মোল্লা বাড়ী গ্রামের হাতেম আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৫)। এ সময় তার কাচ থেকে ৩৩৫ পিস ইয়াবা, একটি মোবাইল ও নগদ ৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত ব্যক্তি দির্ঘদিন যাবত বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ