২ নং মাইলের মাথা এলাকায়  গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদকঃ২৫মে,চট্টগ্রাম

নগরীর বন্দর থানাধীন নং মাইলের মাথা এলাকায় মো. শাহীন (৪২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবারসোমবার ( ২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনা ঘটেছে বলে জানান বন্দর থানার ওসি নিজাম উদ্দিন।মৃত মো. শাহীন নাটোরের উরুদাশ পুরের মহসিন্দা গান্দি পাড়ার মো.বাদশার ছেলে বন্দরথানা ওসি নিজাম উদ্দিন জানান, মৃত মো. শাহীনের মরদেহ এখন হাসপাতালে আছে। থানা থেকে টিম পাঠানো হয়েছে। তবে লোক মারপতে জানা গেছে, তিনি ছেলের চিকিৎসার বিল জোগাড় করতে না পেরে   নিজ বাসায় ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পারি। লাশের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। বিষয়ে থানা একটি অপমৃত্যুর ডাইরী হয়েছে বলে জানান

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ