২মাস পরে সর্বনিম্ন মৃত্যু আজ: দেশে করোনায় ১১৭ জনের মৃত্যু  

 ডেস্ক নিউজঃ২৩আগস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭১৭ জন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেখানে গতকাল ২৪ ঘণ্টায় কোভিডে ১৩৯ জনের মৃত্যু এবং ৪ হাজার ৮০৪ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া গত ১০ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। এর আগে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল গত ৫ আগস্ট।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭৩৩টি সক্রিয় ল্যাবে ৩৬ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা করলে ৫ হাজার ৭১৭ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে।

সে হিসাবে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ