হোসেন বাবলাঃ১২সেপ্টেম্বর, চট্টগ্রাম
দীর্ঘ ১৮মাস পরে শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব পরিবেশ দেখা মিলল! বৈশ্বিক করোনায় নির্বাহী আদেশে বন্ধ থাকার প্রায় ১৮মাস পরে স্বাস্থ্য বিধিমেনে এবং সরকারী ১৬ কঠোর নির্দেশিকা মেনে আজ ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে খুলে দেওয়া হয়েছে।
চট্টগ্রামে গতকাল শনিবার দিনব্যাপি সারা মহানগরে চূড়ান্ত প্রস্তুতি পরির্দশন করেন জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান।
সেই লক্ষে আজ রোববার সাপ্তাহিক কার্য্যদিবসের সূচনাতেপিইএসসি, এসএসসি,নবীন একাদশ-দ্বাদশ শ্রেনীর মাত্র দুই বিষয়ে ক্লাস চলবে বলে ডিসি শিক্ষা সূত্রে জানা গেছে।
এদিকে আজ দুপুরের দিকে নাগরিক জন উদ্যোগের আহবায়ক ও সাবেক চসিক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন বন্দরটিলা কাটাখালী আলীশাহ সরঃপ্রাথঃ বিদ্যালয়ে পাঠদান, স্বাস্থ্যবিধি কার্যক্রম এবং ক্লাস পরিদর্শন করেন ও ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী মোঃ নাছির উদ্দিন, প্রধান শিক্ষক এম,এম মমিনুল ইসলাম, মহিলা সদস্য শারমিন সুলতানা, মানবাধিকার সদস্য মোঃ আজাদ হোসেন রাসেল, সমাজকর্মী মোঃ জাহিদ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষীকা মন্ডলী উপস্থিত ছিলেন।
সরজমিনে বেশ কয়েকটি স্কুলে জ্বর মাপার যন্ত্র, হাতধোঁয়ার টেপ,মাস্ক পরিদান এবং ছাত্র-ছাত্রীদের টয়লেট ব্যবস্থা ভালো থাকলেও পানি সরবরাহ অপ্রতুল দেখা গেছে।
আবার বেশ কয়েকটি স্কুল গেটের সামনে হকারদের টং দোকান, দেয়ালে কালছে-নীল-সবুজ শ্যাওলা পানির ময়লা। স্কুল কতৃপক্ষ নাকি সময় করে এগুলো পরিস্কার করতে পারেনি। তবে বন্দরটিলা দক্ষিণ হালিশহর এলাকার বেশ-কয়েকটি স্কুলের ব্যাপারে অভিভাবকদের অভিযোগ করেন যে, স্কুলের টোল-টেবিল অপরিস্কার, ক্লাস রুম ময়লা এবং টয়লেটে ব্যবহার্য্য পানি সরবরাহ না থাকা ।
এছাড়া সরকারী ঘোষনা থাকা শর্তেও অভিভাবকরা তাদের ছেলে-মেয়ে কে নিয়ে স্কুল গেটে ভিড় করতে দেখা গেছে। বিশেষ করে নৌবাহিনী স্কুল, বেপজা স্কুল এবং পতেঙ্গা চসিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজের সামনে। সব মিলিয়ে ১৮মাস পরে স্কুল খুলাতে দেশব্যাপী অভিভাবকদের কিছুটা উৎপ্রুল্য দেখা গেছে।
খবরের ছবি–প্রতিবেদক নিজের..১২/০৯/২১ইং(ইপিজেড এলাকা)