সীতাকুন্ডে রোগির এ্যাম্বুলেন্স থেকে সাড়ে৬৭লাখ টাকার ইয়াবা সহ ২জন কে আটক, গাড়ী জব্ধ

সীতাকুন্ড প্রতিনিধিঃ০২ সেপ্টেম্বর

র‌্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে  কতিপয় মাদক ব্যবসায়ী এ্যাম্বুলেন্স যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে ফেনীর দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে  গতকাল০১সেপ্টেম্বর রাত্র আনুমানিক সময় ১২.৩০মিসিটে  আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশিশুরু করে।

এসময় র‌্যাবের  চেকপোস্টের দিকে আসা একটি এ্যাম্বুলেন্সকে থামানোর সংকেত দিলেএ্যাম্বুলেন্সটি  দুইজন ব্যক্তি সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব ৭  আসামী ১। ড্রাইভার মোঃ শাহিদ সোহেল (৪৫), পিতা- মৃত রফিক আহাম্মেদ, সাং-মতিয়ারপুল, থানা- সদরঘাট, চট্টগ্রাম মহানগর এবং ২। হেলপার শিমুল শর্মা (২৩), পিতা-মৃত মানিকশর্মা, সাং- নাইক্ষ্যংখালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দের আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো  এ্যাম্বুলেন্সের ভিতর ট্রাভেল ব্যাগের ভিতর হতে ২২,৩৬০   ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহআসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত এ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আ জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য এ্যাম্বুলেন্সের ড্রাইভার ও হেলপার সেজে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে পাচার করে আসছে।

উদ্ধারকৃতমাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৭ লক্ষ ৫০ হাজার টাকা।   আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে   সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে বরে র‌্যাবের মিডয়া অফিসার নূরুল আবছার জানিয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ