চট্টগ্রাম প্রতিনিধিঃ১৭জুন
সীতাকুণ্ড মডেল থানার এসআই- মোঃ আশরাফ ছিদ্দিক সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ১৬জুন সন্ধ্যা সাড়ে ৭ টায় পৌর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে শ্যামলী বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) ইয়াবাসহ রেহেনা আক্তার (৩৭)কে আটক করেন।
একইদিন এসআই হারুনুর রশিদ, সঙ্গীয় ফোর্সসহ বিকেল ৫ টায় বর্ণিত স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮০০ (আটশত) পিস ইয়াবাসহ আসামী মোঃ সুজন প্রকাশ ইমন (২৪) কে গ্রেফতার করে।
এ সংক্রান্তে সীতাকুণ্ড মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানান।
লোহাগাড়া থানা পুলিশের অভিযানঃ
লোহাগাড়া থানার এসআই–গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ সদর ইউপিস্থ উপজেলা কমপ্লেক্সের সামনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ৫,০০০ (পাঁচ হাজার ) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ ১ জন কে গ্রেফতার করে।
বুধবার রাত্রে ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ আসামী মো: শাহজাহান (৩০)’কে আটক করে। এ সংক্রান্তে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।