২জুন,মঙ্গলবার,ফয়সাল সিকদার,চট্টগ্রাম প্রতিনিধি,নিউজ একাত্তর ডট কম: সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে আগ্রাবাদ এক্সেস রোডস্থ সিটি কনভেনশন হলে ২৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতাল চালু করার পরিকল্পনা করা হয়েছে।
ইতিমধ্যে হাসপাতাল চালুর ব্যাপারে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ বিকালে টাইগার পাসস্থ চসিক কার্যালয়ে চিকিৎসা সেবা কেন্দ্রের জন্য চিকিৎসা সরঞ্জামের প্রস্তুতকৃত নমুনা পর্যবেক্ষণ করেন।
এসময় মেয়র বলেন, সমন্বিত উদ্যোগে উল্লেখযোগ্য ভাবে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপিত করতে হবে।নইলে পরিস্থিতি নিয়ন্তণের বাইরে চলে যাবে।
বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।আগামী ১০ দিনের মধ্যেই প্রস্তাবিত সিটি কনভেনশন সেন্টার করোনা আক্রান্তদের সেবার উপযোগী হবে।