বিশেষ প্রতিবেদনঃ০৫সেপ্টেম্বার
চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাইরে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি) বসিয়ে প্রশাসনের কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের মনিটরিং করছে দালালরা।
গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর সারাদেশে বিআরটিএ, পাসপোর্ট অফিস ও সরকারি হাসপাতালগুলোতে একযোগে অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন র্যাব সদরদপ্তরের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এদিকে র্যাব-৭এর মিডিয়া অফিসার মুঠো ফোনে ক্ষুদে বার্তা সূত্রে জনাই, গোপন সূত্রে খবর পেয়ে রোববার ৫ সেপ্টেম্বর সকালে দেওয়ান হাটস্থ মুনসুরাবাদ ও পাঁচলাইশে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে প্রায় ৩১জন দালাল চক্রের সদস্য কে আটক করেছে র্যাব-৭টিম।
র্যাব-৭সূত্রে আরো জানা গেছে, আরো দালাল চক্রের সদস্যদের ধরার ব্যাপারে অভিযান অব্যাহেত আছে…।