সল্টগোলা রেলক্রসিং পশুর হাটে একটি মাত্র নেপালী গরু-দাম সাড়ে ৪লাখ

ক্যাপশেন নিউজঃ১৫জুলাই

সল্টগোলা রেলক্রসিং পশুর হাটে একটি মাত্র নেপালী গরু-দাম সাড়ে ৪ লাখ টাকা হেকেছেন কুষ্টিয়ার মোঃ জিয়াউর রহমান জিয়া।

তিনি প্রতিবেদক কে জানান, এবার মাত্র২টি গরু নিয়ে এই হাটে এসেছেন বেশীদামের আশায়, তবে আশানুরূপ দাম না পাবার আশংকা করছেন।

এছাড়া শেষ পর্যন্ত দাম একটু বেশী রয়েছে। আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে ক্রেতা-সাধারণের নাগালে আসবে বলেও এই  বিক্রিতা জানান।

 

ছবি ওখবর– হোসেন বাবলা,১৫/০৭/২০২১ইং

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ