নিজস্ব প্রতিবেদকঃ১৪জুলাই
আসন্ন পবিত্র কোরবানী উপলক্ষে সল্টগোলা রেল ক্রসিং-ঈশান মিস্ত্রির কোরবানী পশুর হাটে কুষ্টিয়া জেলা থেকে বহু পশু আসলেও একমাত্র আকর্ষণ গরু বেপারী মোঃ জিয়াউর রহমান জিয়ার লাল রঙের নেপালী জিয়া নামে লাল বলদ টি। যার দাম হাকা হয়েছে সাড়ে ৪লাখ টাকা।
তিনি আরো জানাই, ২টি গরুর মধ্যে এটি তার এবারের সেরা গরু বলে তিনি ৪লাখ টাকা দিলে বিক্রি করার কথা প্রতিবেদক কে জানান।
অপর দিকে কুষ্টির নজরুল বেপারী জানান, তিনি প্রতিবছরিই গরু বিক্রি করে বেশ লাভবান হলেও এবার করোনার জন্য বেশ উদ্বেগ প্রকাশ করছেন। বিভিন্ন বেপারীর গরু পথে যানযটে পড়ে পশু মরার কথাও জানান। তারঁ ৪বছরের সেরা গরু লাল-ধূসর রঙের গরুর দাম হাকা হয় সাড়ে ৭লাখ টাকায়। তিনি এটি ৬লাখ টাকা হলে বিক্রী করবেন বলে প্রতিবেদক কে জানিয়েছেন।
হাট ইজারাদার আবু সালেহ মোঃ জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার বিকেলে হাটের উদ্বোধন করেন। হাটইজারাদার গণ সর্বময় হাটের পরিবেশ বজায় রাখবেন বলে উপস্থিত জনতার সামনে ঘোষনা দেন।
এছাড়া দূর-দূরান্ত এলাকা থেকে আগত বিক্রিতাদের কষ্টের কথা চিন্তা করে যাতায়াত সহজ করার জন্য মেয়র মহোদয় কে অনুরোধ জানান।