নিজস্ব প্রতিবেদকঃ১১সেপ্টেম্বর
ডায়মন্ড সিমেন্ট লিঃর পরিচালক লায়ন মোঃ হাকিম আলী বলেছেন,আজকের জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। গাছ লাগানোর পাশাপাশি সবুজের যত্ম ওনিতে হবে।
সবুজ মানেই জীববৈচিত্রের এক অভয়ারণ্য। এই সবুজায়ন থেকেই আমরা পাচ্ছি অক্সিজেনের জোগান। কাজেই বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি ওমানুষকে জাগিয়ে তোলার কোনোই বিকল্প নেই । বৃক্ষরোপণে বাঁচবে এ পরিবেশ , সমৃদ্ধি হবে সোনার বাংলা এই শ্লোগাননিয়ে জাতীয় নির্মাণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটিরঅভিষেক উপলক্ষে গাছের চারা বিতরণ, ছাতা বিতরণ ও শ্রমিক সমাবেশে তিনিএসব কথা বলেন।
গতকাল ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে নগরীর সিআরবি শিরিষ তলায় নগর সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লিটু, বিশেষ অতিথি রেলওয়ে শ্রমিক লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ডায়মন্ড
সিমেন্টের ডিজিএম আবদুর রহিম, রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ন সাধারণসম্পাদক মিজানুর রহমান, সংগঠনের সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ,সহসভাপতি জয়নাল আবেদিন,যুগ্ন সাধারণ সাধারন সম্পাদক গিয়াস উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।