ডেস্ক নিউজঃ২১জানুয়ারী
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস চট্টগ্রাম মহানগর শাখা গত ২০জানুয়ারী ব্যাপক কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্ম বার্ষিকী উদযাপন করেছে।
এ উপলক্ষে সকালে নগরীর ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে স্বাধীনতা যুদ্ধের প্রাক্কলে শহীদ জিয়ার বীরোচিত স্মৃতি বিজড়িত বিপ্লব স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর আত্মার মাগফেরাত মাগফেরাত এবং দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও কারামুক্তি কামনা করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় টিম-২’র সমন্বয়কারী আমিনুল ইসলাম, নগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুসা বাবলু’র নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাবেক সহ-তথ্য ও গবেষনা সম্পাদক নাজমা সাঈদ, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চলচ্চিত্র অভিনেতা দোস্ত মোহাম্মদ ভাই, যুগ্ম আহ্বায়ক প্রকাশক শেখ জামিল হোসেন, সমাজ সেবক লায়ন আব্দুল মান্নান, সংগঠক এস.এম. তারেক, শরীফ গোলাম কিবরিয়া, আব্দুল হান্নান শিবলী, কণ্ঠ শিল্পী রিপন সাংবাদিক আমিনুল হক শাহিন, আব্দুল্লাহ আল মোস্তফা খোকা, জাহেদুল ইসলাম সুমন, চিত্রশিল্পী ইশাত মান্নান তানিম, জাসাস নেতা আমান উল্লাহ চৌধুরী পাবলু, আশরাফুল আলম প্রমুখ।
পরে সন্ধ্যায় মহানগর জাসাসের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও জীবনী নির্ভর একটি চমৎকার প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উক্ত প্রামান্য চিত্র উপভোগ করেন।
উদ্বোধনী বক্তব্যে জননেতা ডা. শাহাদাত হোসেন বলেন, জাসাসের এ ধরণের প্রামান্য চিত্র তৈরী ও প্রদর্শন বিএনপির লক্ষ্য উদ্দেশ্যকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে অনন্য ভূমিকা রাখবে। সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমিক রাজনীতিকে নতুন প্রজন্মের সাথে পৌছে দিতে সক্ষম হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, বিদেশী সংস্কৃতির আগ্রাসন প্রতিরোধের পাশাপাশি জাতীয়তাবাদী মনোভাবাপন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদেরকে সংগঠিত করে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।