লেবাননে শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে নৌবাহিনীর ৭৫ সদস্যের  চট্টগ্রাম ত্যাগ

মু: বাবুল হোসেন বাবলাঃ১৬সেপ্টেম্বর,চট্টগ্রাম

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে গতকাল বুধবার (১৫সেপ্টেম্বর) চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ জন সদস্যের একটি দল।

 দুপুরে শাহ আমানত বিমানবন্দরে নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক।

এসময় নৌবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ৭৫ জন নৌ সদস্য বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন১২) এর আওতায় লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সংগ্রামে যোগদান করবেন।

এর আগে গত সেপ্টেম্বর ৩৫ জনের আরেকটি দল লেবাননে যায়। ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ