লুকোনোর কিছু নেই -”তাপসী পান্নু”

ম্যাথিয়াস বোয়ের সঙ্গে দীর্ঘদিন প্রেম করছেন তাপসী পান্নু। প্রেমিক প্রসঙ্গে সাক্ষাৎকারে তাপসী বলেন, ‘ম্যাথিয়াসের সঙ্গে সম্পর্ক গোপন করতে চাই না। আট বছরের সম্পর্ক, লুকোনোর কিছু নেই। কিন্তু আমি ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে চাই।’

বিয়ের পরিকল্পনা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘আমার সব ডেট বুকড। পরিবার, বন্ধুবান্ধব, এমনকি নিজের জন্যও ডেট ফাঁকা নেই। তা হলে বিয়ের দিন স্থির করব কী করে?’মুক্তির অপেক্ষায় আছে তাপসী পান্নু অভিনীত ‘রশ্নি রকেট’ সিনেমাটি। ১৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। এর জন্য অ্যাথলেট বডি তৈরি করতে হয়েছিল তাপসীকে। সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রস্তুতি নিতে শুরু করি গত বছর জানুয়ারি নাগাদ। প্রতিদিন ভোর পাঁচটায় উঠতাম। সকাল আটটা পর্যন্ত ট্রেনিং চলত। উত্তরাখণ্ডে ভোরবেলায় ৬-৭ ডিগ্রি তাপমাত্রা থাকত, তখন দৌঁড়াতাম।’

অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন তাপসী পান্নু। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘আউটসাইডার্স’। প্রযোজনার কাজটি বেশ কঠিন বলে মনে করেন তিনি। তার মতে, অভিনয় করার সময় শুধু নিজের চরিত্রের কথা ভাবলেই হয়। কিন্তু প্রযোজনার দায়িত্বে থাকা মানে টিমের সকলের দায়িত্ব নেওয়া।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ