বিনোদন খবরঃ১৯জুন
ঢাকায় চলচ্চিত্র জগতের আরেক কিংবদন্তি নায়িকা পূর্ণিমা খুবই শীঘ্রই রঙিন পাদ্মায় প্লে-ব্যাক করছেন বলে তার এফ বিতে ইংগিত দিয়েছেন।
সম্প্রতি বেশ কয়েকটি বিজ্ঞাপণ চিত্রে ব্রন্ড আ্যম্বেসেটর হিসেবে কাজ করতে দেখা গিয়ে এই লাবণ্যময়ী নায়িকা কে।
তাছাড়া প্রতি শুক্রবার ওশনিবার মাছ রাঙ্গাটিভিতে রাধুঁনীতে উপস্থাপক হিসেজে নিজেকে বেতি ব্যস্ত রেখেছেন এই জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ চাঁদ। দীর্ঘদিন স্বামী- সন্তান নিয়ে সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত সময়ের পরে আবারো রূপালী পদ্মায় ফিরার পূর্বাস পাওয়া গেছে।
ভক্তরা শুভ কামনা করছেন এই লাবন্যময়ী নায়িকার জন্য ।