বিশেষ প্রতিবেদনঃ২৮আগস্ট
গত ২৭ আগস্ট র্যাব-৭ এর পৃথক চারটি অভিযানে বাকলিয়া, পটিয়া,কুমিল্লা ও ছাগলনাইয়াজেলার চৌদ্দগ্রাম এবং ফেনী জেলার ছাগলনাইয়া এলাকা হতে আনুমানিক ৬১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মাদক দ্রব্য উদ্ধারসহ ৭ জন কে আটক করেছে।
এসময় পৃথক পৃথক অভিযানে র্যাব ১৯,৭৪০ ইয়াবা , ৬.৯ কেজি গাঁজা এবং ১৩০ বোতল ফেন্সিডিল মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ। নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলোঃ
গোপন সংবাদের মাধ্যমে একটি ট্রাক যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসার সংবাদের ভিত্তিতে গত ২৭ চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন ইন্দ্রপোল বাইপাশ মোড় সড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে আসামী ড্রাইভার ১।মোঃ সাইফুল ইসলাম (১৯) পিতা- আবুল বাশার, সাং- পাথরিয়া পাড়া, থানা- কোতোয়ালী,কুমিল্লা, ২। মোঃ আরিফ (১৮), পিতা- অলি মিয়া, সাং- বারপাড়া, থানা- কোতোয়ালী কুমিল্লা এবং ৩। মোঃ ছাব্বির (১৮), পিতা- মোক্তার হোসেন, সাং- বারপাড়া, থানা- কোতোয়ালী কুমিল্লাদের আটক করে। ট্রাকের বগির সামনে ইয়ার ক্যানেল পাইপ এরভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৫,৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত ট্রাকটি জব্দ করা হয়।
নগরীর বাকলিয়া থানাধীন সামনে শাহ আমানত সেতু সংযোগ সড়কে র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দিলে বাসের ড্রাইভার বাসটি থামায়। বাসের ভিতরে থাকা যাত্রীদের তল্লাশী করা শুরু করলে দুজন যাত্রীর কথা বার্তায় সন্দেহ প্রকাশ পাওয়ায় আসামী ১। মোর্কারম আলী @ রুবেল (৪৩), পিতা- মৃত ফজল আহাম্মদ, সাং-উত্তর গুথুমা, ফেনী এবং ২। মোঃ মোশারফ হোসেন (৩৫), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, সাং-আউগানখিল চৌধুরী পাটোয়ারী বাড়ি, লক্ষীপুরদের আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেহ তল্লাশী করে ২,৪০৫ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চিওড়া রাস্তার মাথায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কালে তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে আসামী মোঃ নজরুল ইসলাম (২৯),পিতা- মৃত আবু রশিদ, সাং- সুজাদপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে আটক করে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্ত মতে তার নিজ হেফাজতে থাকা ১টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
এদিকে ২৭আগস্ট রাত্রে ফেনী জেলার ছাগলনাইয়া থানা বাংলাবাজার এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কালে র্যাব-৭ আসামী কাজী তারেক (২২), পিতা-মফিজুর রহমান, সাং- চম্পকনগর, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনীকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদেরসম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও শনাক্ত মতে তার হেফাজতে থাকা ০১টি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে হতে ৬.৯ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য আনুমানিক মূল্য ৬১ লক্ষ ৫০ হাজার টাকা বলে র্যাবের মিডিয়া অফিসার নুরুল আবছার সংবাদমাধ্যম কে এক প্রেস বার্তায় জানিয়েছেন।
|
|
|