বায়জিদে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল গুলিবিদ্ধ

বিশেষ প্রতিনিধিঃ১৭জুন

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল (৩২) নামে এক যুবক আহত হয়েছেন।পুলিশের দাবি, গুলিবিদ্ধ সাইফুল তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি ১৮টি মামলার আসামি। এ সময় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার এশিয়ান হাইওয়ে লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, দিবাগত রাত দেড়টার দিকে লিংক রোড এলাকায় পুলিশের অস্থায়ী তল্লাশিচৌকি দেখে পালানোর চেষ্টা করে সাইফুল। এ সময় সাইফুলকে ধরতে গেলে সে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে।

এ সময় গোলাগুলিতে সন্ত্রাসী সাইফুল গুলিবিদ্ধ হন। আহত হন বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) নাজিমুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ও রবিউল হোসেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত সন্ত্রাসী সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ