বন্ধু মহল একতা সংঘ ক্লাবের পক্ষ থেকে বনভোজনে, সাদাত গ্রুপের অভিনন্দন।

আজকের সত্য সংবাদঃ ডেস্কঃ
বন্ধু মহল একতা সংঘ ক্লাবের পক্ষ থেকে বনভোজনে, সাদাত গ্রুপের অভিনন্দন।
একতা ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত বনভোজন অনুষ্ঠানে’ উপস্থিত ছিলেন এবং সমসাময়িক উপদেশমূলক বক্তব্য রেখেছেন পর্যায়ক্রমে:-
৩৯নং ওয়ার্ডের সফল কাউন্সিলর হাজী  জিয়াউল হক সুমন
একতা ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ সৈয়দ নূর সাহেব। ই,পি,জেট থানার তদন্ত ওসি জনাব হোসাইন ,
৩৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নেতা মোঃ মামুনুজ্জামান (মামুন),৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা আশিষ ভট্টাচার্জ।
উক্ত বনভোজন অনুষ্ঠান আয়োজন সফল ভাবে সম্পূর্ণ করায়,
দোকান মালিক সমিতির সকল কার্যকরী সদস্যবৃন্দদের, সৈয়দ সাদাত নূর (ইতু) সভাপতি  বন্ধু মহল একতা সংঘ** ক্লাবের পক্ষ থেকে সবাইকে  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ