প্রেস বিজ্ঞপ্তীঃ১৪আগস্ট
নগরীর বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ডে হাজি ইকবাল আলী আকবরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে বিশেষ দোয়া -মাহফিল ও আলোচনা সভা-স্মৃতি চারণ অনুষ্ঠান গতকাল ১৩আগস্ট শুক্রবার বাদে আছর হাজী শেখ আব্দুল আলী মালুম জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
বিশেষ দোয়া -মাহফিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ পরিবার বর্গের প্রতি অশেষ মঙ্গল কামনা করেন মসজিদের পেশ ইমাম, মোয়াজ্জিনগণ।
স্মৃতিচারণে বন্দর-পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি, বঙ্গবন্ধু সৈনিক লীগের ভাইস চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত আর্দশ সৈনিক হাজি ইকবাল আলী আকবর বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ নাম একটি স্বাধীন রাস্ট্র পেতাম কিনা সন্দেহ, সেই মহান ব্যক্তিকে যারা বুলেটের আঘাতে এই আগস্ট মাসে জর্জরিত করেছে তাদের ওবুলেটের আঘাতে আঘাতে জর্জরিত করা সবার ইমানী দায়িত্ব। আসুন বাংলার মাঠি থেকে এই মীর জাফর-আল সামদের বিতাড়িত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নীল সোনার বাংলা গঠন করি।
পরিশেষে দেশ ওজাতির কল্যাণ এবং মহামারি করোনাভাইরাস থেকে জাতি কে মুক্তি লাভের জন্য বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।