বন্দরের নিমতলায় লাকড়ির দোকানে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদকঃ২৬সেপ্টেম্বর

চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলায় লাকড়ির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে  ডক বন্দর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। 

রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৯টি গাড়ি এসে সকাল ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার। তিনি বলেন, বন্দর থানাধীন নিমতলা এলাকায় লাকড়ির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের নয়টি গাড়ি সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি লাকড়ির দোকান পুড়ে গেছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ