ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে র‌্যাবের পৃথক ৩ অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ১০সেপ্টেম্বর

চট্টগ্রামের নগরীর ফার্মেসিগুলোতে দেদারছে বিক্রি হচ্ছে সরকারি ওষুধ। পাশাপাশি বন্ধ করা যায়নি মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন বিদেশি ওষুধ বিক্রিও।  গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনভর র‌্যাবের পৃথক ৩ অভিযানে ১২টি প্রতিষ্ঠানের অসাধু ব্যবসায়ীকে ৫ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হল- দেওয়ানহাটের নোবেল মেডিকেল হল, জুবিলী রোডের ফাতেমা ফার্মেসি এন্ড সার্জিক্যাল, পাঁচলাইশের গাজী ফার্মেসি এন্ড সার্জিক্যাল, রাবেয়া ফার্মেসি, এফএস ফার্মসি, ইদ্রিস ফার্মেসি, মেসার্স যমুনা ফার্মেসি, আজগর শাহ্ ফার্মেসি, মেসার্স শাহ্ আমানত ফার্মেসি, টাউন ফার্মেসি ও নেহা ড্রাগ হাউজ।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর উপ-পরিচালক (হাটহাজারী, সিপিসি-২) মেজর মেহেদী হাসান।    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়। দেখা গেছে- প্রতিটি প্রতিষ্ঠানেই অসাধু ব্যবসায়ীগণ নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন বিদেশি ও সরকারি (অবিক্রয়যোগ্য) ওষুধ বিক্রি করছে। মজুদও করছেন অস্বাস্থ্যকর পরিবেশে।

তিনি আরও বলেন, অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ ধ্বংস করা হয়েছে। এছাড়া ১২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ৫ লাখ ৩৫ হাজার টাকা। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ