প্রাণঘাতী করোনাভাইরাসে দেশেএকদিনে আরও মৃত্যু ৪১,শনাক্ত ১৮৭৮

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৫৯৩ জনে।

একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৮২৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩১ হাজার ৭৮ জনে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৭৯২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৫৫টি নমুনার। এসব পরীক্ষায় এক হাজার ৮২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

একই সময়ে মারা যান ৪১ জন। তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন। মৃতদের মধ্যে ৩৬ জন হাসপাতালে, বাড়িতে তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ